পুরনো ফেসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনবো
পুরনো ফেসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনবো। এই বিষয়টা নিয়ে কমবেশি আমাদের সকলেরই
প্রশ্নটা থাকে। তবে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক,পুরনো ফেসবুক আইডি
কিভাবে ফিরিয়ে আনবো এ বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
আরো পড়ুনঃকুইজ খেলে টাকা ইনকাম
পেজ সূচিপত্রঃ
- পুরনো ফেসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনবো
- পুরনো ফেসবুক আইডি রিকভার করার উপায়
- ইমেইল বা ফোন নম্বর না থাকলে
- হ্যাক হওয়া আইডি ফিরিয়ে আনার উপায়
- ডিঅ্যাক্টিভেটেড আইডি রিকভার
- ফেসবুক আইডি সুরক্ষিত রাখার উপায়
- পুরনো ফেসবুক আইডি রিকভারের সময় সাধারণ সমস্যা
- পুরনো ফেসবুক আইডি রিকভার করার সুবিধা
- নতুন অ্যাকাউন্ট খোলার বদলে পুরনো আইডি কেন রিকভার করবেন?
- উপসংহারঃ
পুরনো ফেসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনবো
আজকের ডিজিটাল যুগে ফেসবুক অ্যাকাউন্ট শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত
তথ্য, স্মৃতি, ছবি ও ব্যবসায়িক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডার। কিন্তু
অনেক সময় বিভিন্ন কারণে আমাদের পুরনো ফেসবুক আইডি হারিয়ে যায়। কখনও ভুলে
যাওয়া পাসওয়ার্ড, কখনও হ্যাকিং, আবার কখনও ভুলবশত আইডি ডিঅ্যাক্টিভেট করায় এই
সমস্যা দেখা দেয়।
তাই অনেকেই জানতে চান পুরনো ফেসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনবো?এই আর্টিকেলে
ধাপে ধাপে পুরনো আইডি রিকভার করার নিয়ম, করণীয় ও প্রয়োজনীয় টিপস নিয়ে
বিস্তারিত আলোচনা করা হলো।
কেন পুরনো ফেসবুক আইডি হারিয়ে যায়? এই প্রশ্নগুলো কমবেশি আমাদের সকলেরই থাকে।
তবে আসুন জেনে নেওয়া যাক কেন আমাদের ফেসবুক আইডি হারিয়ে যায়ঃ
আরো পড়ুনঃদক্ষিণ কোরিয়া টাকার মান কত
- পাসওয়ার্ড ভুলে যাওয়া।
- ইমেইল বা ফোন নম্বর বন্ধ হয়ে যাওয়া।
- হ্যাকিং বা অননুমোদিত প্রবেশ।
- অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক হওয়া।
- নিজে থেকে আইডি ডিঅ্যাক্টিভ করা।
পুরনো ফেসবুক আইডি রিকভার করার উপায়
পুরনো ফেসবুক আইডি রিকভার করার উপায় গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। যাতে
আপনাদের বুঝতে সুবিধা হয়।
- পাসওয়ার্ড রিসেট করুন।
- ফেসবুক লগইন পেজে যান।
- Forgotten Password অপশনে ক্লিক করুন।
- রেজিস্টার্ড ইমেইল ,ফোন নম্বর দিয়ে কোড নিন।
- নতুন পাসওয়ার্ড সেট করুন।
ইমেইল বা ফোন নম্বর না থাকলে
ফেসবুক আইডিতে ইমেইল বা ফোন নাম্বার সেটাপ করা না থাকলে আমাদের করণীয় কি? সেটা
ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হলোঃ
- ফেসবুকের Find Your Account অপশনে নাম বা ইউজারনেম লিখুন।
- বিকল্প কন্টাক্ট ইনফরমেশন ব্যবহার করে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করুন।
হ্যাক হওয়া আইডি ফিরিয়ে আনার উপায়?
ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে কিভাবে ফিরিয়ে আনতে হয়। সেই প্রসেসটি সম্পর্কে
বিস্তারিতভাবে আলোচনা করা হলোঃ
- Facebook Help Center এ যান।
- Hacked Account সাপোর্ট টুল ব্যবহার করুন।
- আপনার পরিচয় নিশ্চিত করতে সরকারী আইডি কার্ডের কপি জমা দিতে হতে পারে।
ডিঅ্যাক্টিভেটেড আইডি রিকভার
আপনার ফেসবুক আইডি ডিএকটিভেশন হয়ে গেলে কিভাবে রিকভার করতে হয় এটা কমবেশি
আমরা কেউ জানিনা। সামান্য একটি সেটিং অপশনের মধ্যে দিয়ে কিভাবে ডিএক্টিভেশন
আইডি রিকভার করা যায় তা জেনে নেওয়া যাকঃ
- লগইন করলে স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যায়।
- যদি স্থায়ীভাবে ডিলিট করে থাকেন, তবে ৩০ দিনের মধ্যে লগইন করতে হবে, না হলে আর ফেরত পাওয়া সম্ভব নয়।
ফেসবুক আইডি সুরক্ষিত রাখার উপায়
ফেসবুক আইডি সুরক্ষা রাখার উপায় গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এই
বিষয়গুলো জানা থাকলে ভবিষ্যতে এবং বর্তমান সময়ে আমাদের ফেসবুক আইডি গুলো
সুরক্ষিত রাখতে পারব। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফেসবুক আইডি সুরক্ষিত
রাখার উপায় গুলো কি কি?
আরো পড়ুনঃইউরোপের ২৬ টি দেশের নাম
- শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
- টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখুন।
- অচেনা ডিভাইসে লগইন করলে সবসময় লগআউট করুন।
- নিয়মিত ইমেইল ও ফোন নম্বর আপডেট করুন।
- সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।
- ফেসবুক আইডি রিকভার।
- হ্যাকড ফেসবুক একাউন্ট।
- ফেসবুক পাসওয়ার্ড রিসেট।
- ফেসবুক হেল্প সেন্টার।
- টু-ফ্যাক্টর অথেনটিকেশন।
- ফেসবুক লগইন সমস্যা।
- ফেসবুক সিকিউরিটি সেটিংস।
- পুরনো ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার।
- ফেসবুক ভেরিফিকেশন প্রক্রিয়া।
- ফেসবুক সাপোর্ট টিম।
পুরনো ফেসবুক আইডি রিকভারের সময় সাধারণ সমস্যা
পুনরায় ফেসবুক আইডি রিকভারের সময় সমস্যা দেখা দিলে সমস্যাগুলো কিভাবে সমাধান
করতে হয়, সেগুলো বিস্তারিত ভাবে আলোচনা করা হলো পয়েন্ট আকারে।
- রেজিস্টার্ড ফোন নম্বর বা ইমেইল আর ব্যবহারযোগ্য নেই।
- আইডি অনেকদিন নিষ্ক্রিয় থাকায় শনাক্ত করা কঠিন।
- ফেসবুক ভেরিফিকেশন প্রক্রিয়ায় বিলম্ব হয়।
- হ্যাকার ইমেইল বা ফোন নম্বর পরিবর্তন করে দিয়েছে।
এই পরিস্থিতিতে করণীয়
- ফেসবুক সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।
- নিজের পরিচয় প্রমাণের জন্য সরকারী আইডি, ছবি বা প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন।
- নিয়মিত হেল্প সেন্টার চেক করুন আপডেটের জন্য।
পুরনো ফেসবুক আইডি রিকভার করার সুবিধা
পুরাতন ফেসবুক আইডি রিকভার করার সুবিধা গুলো কি কি, তা বিস্তারিতভাবে আপনাদের
কাছে তুলে ধরা হলো। এই সুবিধা গুলো জানার মাধ্যমে ভবিষ্যতে আপনাদের কোন সমস্যা
দেখা দিলে খুব সহজে সমাধান বের করতে পারবেন।
- পুরনো ছবি ও ভিডিও ফিরে পাওয়া।
- দীর্ঘদিনের ব্যক্তিগত পরিচয় অক্ষুণ্ণ রাখা।
- ব্যবসায়িক পেজ ও গ্রুপ পরিচালনার সুযোগ।
- পুরনো মেসেজ ও স্মৃতি সংরক্ষণ।
- বন্ধু তালিকা পুনরুদ্ধার।
নতুন অ্যাকাউন্ট খোলার বদলে পুরনো আইডি কেন রিকভার করবেন?
অনেকে ভাবেন নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা সহজ সমাধান। কিন্তু পুরনো আইডি
ফিরিয়ে আনার গুরুত্ব অনেক।পুরনো কনটেন্ট অক্ষত থাকে,ব্যবসায়িক বা ব্র্যান্ডিং
কাজের ধারাবাহিকতা বজায় থাকে,দীর্ঘদিনের সোশ্যাল নেটওয়ার্ক সংরক্ষিত হয়,
ইত্যাদি।
উপসংহারঃ
পুরনো ফেসবুক আইডি হারিয়ে যাওয়া আজকের দিনে একটি বড় সমস্যা হলেও চিন্তার কিছু
নেই। সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে সহজেই এটি ফিরিয়ে আনা যায়।মনে রাখবেন
পাসওয়ার্ড নিরাপদ রাখা, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা এবং ফেসবুকের নিয়মিত
আপডেট ফলো করা আইডি রক্ষার সর্বোত্তম উপায়।
তাহলে প্রশ্নের উত্তর পুরনো ফেসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনবো?এর সহজ সমাধান হলো
ফেসবুকের রিকভারি সিস্টেম ব্যবহার করা, প্রয়োজনে ফেসবুক টিমের সাহায্য নেওয়া,
আর ভবিষ্যতের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url